Mamta Banerjee-Image Bengal

বৃহস্পতিবার ভার্চুয়াল বণিকসভার বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে করোনা প্রতিরোধে নবান্নের কিছু পদক্ষেপ উত্থাপন করেন। টিকাকরণে বণিকসভাকে উদ্যোগী হতেও আহ্বান জানান মুখ্যমন্ত্রী।

 

বৈঠকে মুখ্যমন্ত্রী জানান :-

  • করোনা প্রতিরোধে বিধিনিষেধ জারি হয়েছে, সব কিছু বন্ধ করিনি
  • অন্য রাজ্যের মতো লকডাউনের রাস্তায় হাঁটিনি, যতটা সম্ভব খুলে রেখেছি
  • আমরা রাজ্যে কোনও কার্ফু ঘোষণা করিনি
  • বিকেল ৫-৮ পর্যন্ত খোলা হোটেল-রেস্তোরাঁ, কোভিড বিধি মেনে খোলা যাবে
  • সুপার স্প্রেডার টিকাকরণে বিশেষ জোর
  • আমরা রাজ্যে ১.৪ কোটি টিকাকরণ করেছি
  • নির্মাণ সংস্থাগুলো কর্মীদের টিকা দিক, ১৫টি বণিকসভা নিয়ে একটি কমিটি
  • পরিচারিকাদের টিকাকরণ নিয়ে পরিকল্পনা রয়েছে
  • রাজ্য টিকা কিনতে বাধ্য হচ্ছে, ইতিমধ্যেই আমরা অনেক টিকা কিনেছি
  • দ্বিতীয় ঢেউয়ে কমবয়সীরা বেশি আক্রান্ত, মৃত্যুর হারও বেশি
  • কিন্তু কর্মরতদের সকলের টিকা নেওয়া হয়নি
  • কর্মীদের জন্য বণিকসভা টিকার ব্যবস্থা করুক
  • হোটেল কর্মীদের টিকা আবশ্যক, শ্রমিকদের টিকা অগ্রাধিকার পাবে

এদিনও টিকানীতি নিয়ে কেন্দ্রকে দুষেছেন কেন্দ্র। তাঁর অভিযোগ, ‘ভ্যাকসিনেও জিএসটি বসিয়েছে কেন্দ্র।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published.