Corona-Image Bengal

করোনার উদ্বেগে যখন কিছুটা হলেও স্বস্তি পেয়েছে দেশবাসী ,টিক সেই সময় ২৪ ঘন্টাযা উদ্বেগ বাড়লো। একলাফে করোনা সংক্রমণ ৪৭ শতাংশ বৃদ্ধি পেল। মৃতের সংখ্যাও কিছুটা বেড়েছে ২৪ ঘন্টায়। মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া করোনা পরিসংখ্যানে সাময়িক স্বস্তির নিশ্বাস ফেলেছিল দেশবাসী। কিন্তু গত ২৪ ঘণ্টায় ফের উদ্বেগ বাড়ল।

বুধবারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৪৩ হাজার ৬৫৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। গতকাল যা নেমেছিল ৩০ হাজারের নিচে। একদিনে এই মারণ ভাইরাসে প্রাণ হারালেন ৬৪০ জন। দেশে এখনও পর্যন্ত করোনার বলি ৪ লক্ষ ২২ হাজার ২২ জন। গতকালেই উত্তরপ্রদেশের স্বাস্থ্যদপ্তর জানিয়েছিল, সে রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৩৬ জন। অর্থাৎ পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি ঘটছে। তবে আগস্টেই দেশে তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। মারণ ভাইরাস থেকে তাই শিশুদের সুরক্ষিত রাখতে সেপ্টেম্বর থেকেই ভ্যাকসিন দেওয়া হতে পারে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।
সংক্রমণের পাশাপাশি এদিন আবার ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেসও। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনার চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়ে হল ৩ লক্ষ ৯৯ হাজার ৪৩৬ জন। এসব চিন্তার মাঝেই অবশ্য ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের শক্তি জোগাচ্ছেন করোনাজয়ীরা। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৬ লক্ষ ৬৩ হাজার ১৪৭ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৪১ হাজার ৬৭৮ জন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published.