পঞ্চায়েত ভোটে তৃণমূলের ব্যাপক জয়ের পর কি বললেন অভিষেক ?

মঙ্গলবার দিনভর গণনার শেষে মানুষের এই সমর্থন নিয়ে মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। টুইটে লিখলেন, “নো ভোট টু মমতা’কে ‘নাও ভোট ফর মমতা করার জন্য সাধারণ মানুষকে ধন্যবাদ।’

পঞ্চায়েত ভোটের আগে ‘বাইরন মডেলের’ তত্ত্ব বাতলেছিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। বুধবার কালনার সহজপুরে তার বাস্তবায়ণ দেখা গেল। কালনার কাকুরিয়া পঞ্চায়েতে সিপিএমের প্রার্থী হিসেবে গ্রাম সভার আসনে জিতেই তৃণমূলের যোগদান করলেন সহজপুরের ১৬৯ সংসদ থেকে ২৩ ভোটে জেতা সিপিএম প্রার্থী গীতা হাঁসদা। মুর্শিদাবাদের লালগোলায় জয় পেলেন আসাদউদ্দীন ওয়েইসির মিম বা এআইএমআইএম প্রার্থী।

নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বুথে জয় পেয়েছেন বিজেপি প্রার্থী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামার বাড়ি বীরভূমের রামপুরহাট ১ নম্বর ব্লকের কুশুম্বা গ্রামে জয়ী বিজেপির প্রার্থীরা। জানালেন দুর্নীতির বিরুদ্ধে মানুষের এই জয় তাঁদের। অন্যদিকে ভাঙড়ের পোলেরঘাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েত ছাতছাড়া হল তৃণমূলের। এদিন ফল ঘোষণার পরে আরাবুল ইসলাম বলেন, ‘পোলেরহাট ২ গ্রাম পঞ্চায়েত ছাড়া বাকি সব ৯টা পঞ্চায়েতেই তৃণমূল বোর্ড গঠন করবে৷ একটাতে আমরা হেরেছি, ২টো, ৪টে, ৫টা ভোটে হেরেছি হতেই পারে৷’

গণনার দিনও শুরু থেকেই আশান্তির খবর এসেছে। কোচবিহারে গ্রেফতার হয়েছেন এক তৃণমূল প্রার্থী। বর্ধমানের জামালপুরে আটক করা হয়েছে শাসক দলের এক প্রার্থীকে। তাঁদের বিরুদ্ধে ব্যালটে কালি ও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। হাওড়ার বালিতে নর্দমা থেকে উদ্ধার সিপিএমের প্রতীকে ছাপ মারা ব্যালট। বনগাঁয় শাসক-বিরোধী সংঘর্ষে মাথা ফেটেছে দুই তৃণমূল কর্মীর। কাটোয়া, ডায়মন্ড হারবার, ব্যারাকপুর সহ একাধিক জায়গা থেকে বিরোধী এজেন্টদের গণনা কেন্দ্রে ঢুকতে বাধা, মারধর, পরিচয় পত্র কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সব ক্ষেত্রেই কাঠগড়ায় তোলা হয়েছে তৃণমূলকে। এদিন সকালে ফকিরচাঁদ কলেজের সামনে মুড়িমুড়কির মতো বোমা পড়ে। বিরোধীদের অভিযোগ, তাদের লক্ষ্য করে এই বোমাবাজি করছে শাসকদল তৃণমূল। এর প্রতিবাদে রাস্তা অবরোধ করেলে এসএফআই রাজ্য সভাপতি প্রতীক-উর রহমানকে গ্রেফতার করা হয়। আটক করা হয়েছে বেশ কয়েকজন কংগ্রেস ও আইেসএফ কর্মীকেও। উত্তর ২৪ পরগনার আমডাঙায় চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েতের ৫৭ নং বথের বাম প্রার্থী কুতুবউদ্দিনকে গণনা কেন্দ্রের সামনে থেকে অপহরণ করার অভিযোগ উঠেছে। কাঠগড়ায় তোলা হচ্তৃছে তৃণমূলকে। অন্যদিকে, বীরভূমের নানুরে গণনা কেন্দ্রে কংগ্রেস এবং বাম কাউন্টিং এজেন্টকে ঢুকতে না দেওয়ার অভিযোগে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বামেরা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published.