Bijoy Mohanty-Image Bengal

প্রয়াত হলেন ওড়িয়া ছবির প্রখ্যাত অভিনেতা বিজয় মহান্তি।  আজ ভুবনেশ্বরের এক বেসরকারী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হলেছিল ৭০ বছর। বেশ কিছুদিন যাবত অসুস্থ ছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ১৪ জুন তাঁকে ভর্তি করানো হয় ভুবনেশ্বরের এক বেসরকারী হাসপাতালে। কিছুটা সুস্থ হলে ১ জুলাই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। দিন দুয়েক পর আবার অসুস্থ হয়ে পড়েন তিনি। তাই তাঁকে আবার ভর্তি করানো হয় হাসপাতালে। আজ তিনি প্রয়াত হন। 

 

‘নাগপাশ’ ছবির মাধ্যমে ১৯৭৭ সালে ছবির জগতে প্রবেশ করেন তিনি। তারপর ওড়িয়া ছবির দর্শকদের উপহার দেন বহু হিট ছবি। তাঁর উল্লেখযোগ্য ছবিগুলি ‘আরতি’, ‘এই আমা সংসারও’, ‘আমা ঘর আমা সংসারও’, ‘ভীষ্ম প্রতিজ্ঞা’, ‘শুনো পুজারী’, ‘লক্ষ্মণরেখা’, ‘রাখি ভাজিগলা আঁখি লুহারে’ ইত্যাদি ছবি গুলি দর্শকের স্মৃতিতে বহু দিন থাকবে। অভিনয়ের পাশাপাশি ছবি পরিচালনাও করেন তিনি। ২০১৪ সালে ‘ভুলি হুয়েনা’ নামে ছবিও পরিচালনা করেন বিজয় মহান্তি। যা ‘জয়দেব’ পুরস্কারে ভূষিত হয়। তাঁর স্ত্রী তন্দ্রা রায়ও ওড়িয়া ছবির একজন নামী অভিনেত্রী।

 

প্রখ্যাত এই অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে ওড়িয়া ছবির জগতে। মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক বিজয় মহান্তির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। ওড়িয়া ছবির দর্শক ওনার অভিনয় চিরকাল মনে রাখবেন। 

Spread the love

Leave a Reply

Your email address will not be published.