আগামী ৫ মাসের মধ্যে সরকার পড়ে যাবে’, বিস্ফোরক দাবি শান্তনুর

পঞ্চায়েত ভোটে রাজ্যজুড়ে অব্যাহত সবুজ ঝড়। তারই মাঝে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের।

শনিবার সন্ধেয় উত্তর ২৪ পরগনার গাইঘাটা ফুলশড়া পাঁচপোতায় এলাকায় পঞ্চায়েতে বিজেপির জয়ী প্রার্থীদের সম্বর্ধনা দেওয়া হয়। ওই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি রামপদ দাস-সহ বিজেপি নেতারা। কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, “পঞ্চায়েত নির্বাচনের আমরা যা ভোট পেয়েছি, তার থেকে দশগুণ ভোট বেশি পাওয়ার কথা ছিল। যদি এরা রাহাজানি না করত। তৃণমূল ভেবে নিয়েছে এরা চিরস্থায়ী। কখনই এরা চিরস্থায়ী নয়।” তাঁর ভবিষ্যদ্বাণী, “আগামী পাঁচ মাসের মধ্যে এদের সরকার পড়ে যাবে। আমি গ্যারান্টি দিয়ে বলে যাচ্ছি।”

শান্তনু ঠাকুরের এই দাবি নিয়ে শুরু জোর রাজনৈতিক চাপানউতোর। যদিও বিজেপি নেতার দাবিকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, “পঞ্চায়েত নির্বাচনের ধস থেকে আর ফেরবার কোন রাস্তা নেই বিজেপির। তাই মাথা খারাপ হয়ে গিয়েছে। এই সব বলে হাওয়ায় ভেসে থাকতে চাইছে।” আদৌ কি শান্তনুর ভবিষ্যদ্বাণী বাস্তব রূপ পাবে নাকি শুধুমাত্র হুঙ্কার হয়েই থেকে যাবে, সেদিকেই নজর সকলের।

Spread the love

Leave a Reply

Your email address will not be published.