উৎসবের মরশুমেও করোনা বিধিনিষেধ লাগু রাজ্যে। বুধবার সন্ধ্যায় নবান্নের তরফে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে বলা হয়েছে এখন যে সব করোনা বিধি নিষেধ রাজ্যে চালু রয়েছে তেমনটাই চলবে গোটা অক্টোবর মাসেও। বিধি বাড়িয়ে ৩০ অক্টোবর পর্যন্ত রাজ্যে কার্যকর থাকবে নিষেধাজ্ঞা। বলবৎ থাকছে রাত ১১টা-ভোর ৫টা অবধি নাইট কার্ফু। মাঝে শুধু পুজোর ১০ দিন তুলে নেওয়া হবে এই বিধি। অর্থাৎ দুর্গাপুজো এবং লক্ষ্মীপুজোর জন্য ১০ অক্টোবর-২০ অক্টোবর রাজ্যে থাকছে না নাইট কার্ফু। নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কিন্তু বুধবারের বিজ্ঞপ্তির পরে এটা স্পষ্ট যে, এখনই লোকাল ট্রেনের স্বাভাবিক চলাচলের ঝুঁকি নিতে চাইছে না রাজ্য সরকার। একই ভাবে মেট্রো রেলের চলাচলও নিয়ন্ত্রিতই থাকছে অক্টোবর মাসে।

রাজ্য সরকারের বিশেষজ্ঞ দল সংক্রমণের সার্বিক পরিস্থিতি বিচার করে এই সিদ্ধান্ত নিয়েছে। এমনটাই বিজ্ঞপ্তিতে উল্লেখ। এবারেও লোকাল ট্রেন চালু নিয়ে কোনও স্পষ্ট উল্লেখ নেই। এদিকে, রাজ্যে অব্যাহত করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৭৪৯ জন, উদ্বেগজনক ভাবে বাড়ল দৈনিক মৃত্যু। একদিনে মৃত ১৫ জন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published.