Mangala Haat-Image Bengal

করোনা পরিস্থিতিতে পাঁচ মাস ধরে বন্ধ হাওড়ার মঙ্গলা হাট। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে পুনরায় চালু হছে হাওড়ার ১৩০ বছরের প্রাচীন এই হাট। তবে এখন থেকে মঙ্গলবারের পরিবর্তে প্রতি শনিবার এই হাট খোলা থাকবে। করোনা পরিস্থিতিতে প্রতি শনিবার রাত ১০ টা থেকে পরের দিন অর্থাৎ রবিবার সকাল ৬টা পর্যন্ত এই হাট খোলা থাকবে। উল্লেখ্য , প্রতি মঙ্গলবার এই হাট বসতো সেই থেকেই মঙ্গলাহাট নামকরণ। তবে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এবার থেকে এই হাট বসবে শনিবার।

 

যদিও এই সিদ্ধান্তে যথেষ্ট অখুশি মঙ্গলাহাটের ব্যাবসায়ী ও ক্রেতারা। তাদের যুক্তি রাত্রিবেলা হাট খোলা রেখে ব্যবসা করা তাদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য চিন্তার বিষয়।শুধু তাই নয় এতে বেচাকেনাও ভালো হবে না।

 

তবে দিন নির্দেশের বিষয় নিয়ে এটাই চূড়ান্ত সিদ্ধান্ত বলে হওয়ায় পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে। প্রাক কোবিদ পরিস্থিতিতে হাট খোলা থাকতো সোম এবং মঙ্গলবার।সেই কারণে সোমবার হাট খোলার জন্য ব্যবসায়ী দের তরফে দাবি জানানো হয়েছে।যদিও যেকোনো পর্যন্ত প্রশাসনের তরফে এই বিষয় কোনো সদুত্তর মেলেনি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published.