Shromojibi Canteen-Image Bengal

করোনা আবহে কর্মহীন দরিদ্র মানুষের স্বার্থে যাদবপুরে চলছে বামেদের শ্রমজীবী ক্যাণ্টিন। লকডাউন ও তার পরবর্তী পরিস্থিতিতে যেখানে বহু মানুষ কর্মহীন, সেখানে বামেদের এই প্রয়াসে গরীব মানুষ উপকৃত হবে বলে মনে করা হচ্ছে।

 

ক্যাণ্টিনের উদ্যোক্তা সুদীপ সেনগুপ্ত জানান, সমাজের বিভিন্ন স্তরের মানুষের সাহায্যে তৈরী হয়েছে এই শ্রমজীবী ক্যাণ্টিন। এখন বিভিন্ন সামজিক অনুষ্ঠান পালনের ক্ষেত্রে সরকারী নিষেধাজ্ঞা বহাল থাকার দরুণ পালন করা সম্ভব হচ্ছে না কোনোরকম সামাজিক অনুষ্ঠান। সেখানে দরিদ্র মানুষের মুখে অন্ন তুলে দিয়ে সামাজিক অনুষ্ঠান পালনের সুযোগ করে দিয়েছে বামেরা।

 

সুদীপ বাবু আরও জানান ২০২১র নির্বাচনে পশ্চিমবঙ্গ কে তৃণমূলের অপশাসন থেকে রক্ষা করা, পাশাপাশি কংগ্রেসের সঙ্গে জোট বদ্ধ ভাবে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে বাংলা তথা ভারতে ধর্ম নিরপেক্ষ শাসন প্রতিষ্ঠা করাই বামেদের মূল লক্ষ্য।

Spread the love

Leave a Reply

Your email address will not be published.