করোনার জেরে বন্ধ হয়ে গেল তারকেশ্বর মন্দির

 

রাজ্যে করোনার সংক্রমণ ক্রমবর্ধমান। আর সেই পরিস্থিতিতে আবার বন্ধ হয়ে গেল তারকেশ্বর মন্দির।
শনিবার মন্দির কমিটির তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে। এর আগেই মন্দিরের গর্ভগৃহে ভক্তদের প্রবেশ আগেই নিষিদ্ধ করা হয়েছিল।

নির্দেশিকা অনুশারে, রবিবার থেকে তারকেশ্বরের মন্দিরে কোনও ভক্ত ঢুকতে পারবেন না। কিন্তু তাতে মন্দিরে পুজো বন্ধ হবে না। নিয়ম মেনে কেবল ভিতরে প্রবেশ করতে পারবেন পুরোহিতরা। তাঁরাই প্রথা মেনে পুজোও সারবেন। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তারকেশ্বর মন্দিরে প্রবেশ করতে পারবেন না ভক্তরা।

এর আগে লকডাউনে বন্ধ ছিল তারকেশ্বর মন্দির। তবে, শর্তসাপেক্ষে জুন মাস থেকে রাজ্যের মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বারের মতো ধর্মীয় স্থানগুলি খুলে দেওয়ার নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার। কিন্তু সংক্রমণ ছড়িয়ে পরা রুখতে মহাদেহের মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল কর্তৃপক্ষ। সেপ্টেম্বর মাসে ফের মন্দির খোলার সিদ্ধান্ত হয়। যদিও সেই সময় মন্দিরের গর্ভগৃহে প্রবেশ নিষেধাজ্ঞা ছিল। এরপর চলতি বছর ফেব্রুয়ারি মাসে সেই নিষেধাজ্ঞাও উঠে যায়।

কিন্তু, ফের সংক্রমনের কারণে মন্দির চত্বরে প্রবেশে আবারও নিষেধাজ্ঞা জারি করা হল।

Spread the love

Leave a Reply

Your email address will not be published.