ভারতে থাবা বসিয়েছে করোনা ভাইরাসের নয়া স্ট্রেন ওমিক্রন । কর্ণাটকের ২ ব্যক্তির শরীরে ওমিক্রনের সন্ধান মিলেছে। যাঁদের একজনের বয়স ৬৬ বছর, অপরজন ৪৬ বছরের ব্যক্তি কর্ণাটকে ২জনের শরীরে ওমিক্রনের ভাইরাস । তবে তাঁদের মধ্যে একজন এরমধ্যেই নাকি সুস্থ হয়ে উঠেছেন। দ্বিতীয় জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। স্বাস্থ্য দফতরের তরফে এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয় ব্যক্তিকে বেঙ্গালুরুর এক হোটেলে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এই মুহূর্তে ২৯টি দেশে ৩৭৩জন ওমিক্রন-সংক্রমিত। ওমিক্রনে আক্রান্ত ওই ভারতীয়ের সংস্পর্শে মোট ২১৮ জন এসেছেন। ওই ২১৮ জনের মধ্যে পাঁচ জন কোভিডে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসতেই নতুন করে উদ্বেগ বেড়েছে।এই ৫ সংক্রমিত ওমিক্রনে স্ট্রেনে আক্রান্ত কিনা, জানা যায়নি। তার জন্য জিন সিক্যোয়েন্সের সাহায্য নেবে সংশ্লিষ্ট প্রশাসন। এমনটাই মন্ত্রক সূত্রে খবর। তবে আশার খবর ওমিক্রনে আক্রান্ত ভারতীয়ের দেহে মৃদু উপসর্গ দেখে গিয়েছে। ২২ নভেম্বর তাঁর সংক্রমণ ধরা পড়লেও, এক সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন তিনি।
ভারতে ওমিক্রন স্ট্রেনের হানার মধ্যেই আন্তর্জাতিক বিমান নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। ওমিক্রনে ঝুঁকিপূর্ণ হিসেবে মোট ১১টি দেশকে তালিকাভুক্ত করেছে বিমান পরিবহণ মন্ত্রক। বৃহস্পতিবার এই তথ্য সংসদকে দিয়েছেন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। জানা গিয়েছে, ওমিক্রনে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে তালিকাভুক্ত—দক্ষিণ আফ্রিকা, নিউজি ল্যান্ড, ইজরায়েল, বৎসোয়ানা, ব্রাজিল, ইউকে, চিন, মরিশাস, হংকং, সিঙ্গাপুর এবং জিম্বাবোয়ে। এই দেশগুলো থেকে ভারতে প্রবেশে আরটি-পিসিআর টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। ঝুঁকিপূর্ণ ১১টি দেশকে তালিকাভুক্ত করেছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক।‘

Spread the love

Leave a Reply

Your email address will not be published.