করোনা র কারণে স্কুল খুলেও বন্ধ করে দিতে হচ্ছে বারবার। তবে আগামী ৩রা ফেব্রুয়ারী থেকে খুলে যাচ্ছে স্কুল ,কলেজ ও বিশ্ব বিদ্যালয়।পঠনপাঠনের খুঁটিনাটি নিয়ে বিজ্ঞপ্তি জারি করল মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
পর্ষদের তরফে জানানো হয়েছে :

১) বৃহস্পতিবার খুলবে স্কুল
২)অষ্টম থেকে দ্বাদশের ক্লাস হবে সোম থেকে শনিবার
৩) বুধবারের মধ্যে স্কুল এবং ক্লাসরুম পঠনপঠানের উপযোগী করে তুলতে হবে।
৪) ক্লাস শুরুর আধ ঘণ্টা আগে আসতে হবে পড়ুয়াদের।
৫) শিক্ষক ও শিক্ষাকর্মীরা বুধবার থেকেই কাজে যোগ দেবেন।
৬) একাদশ-দ্বাদশের প্র্যাক্টিক্যাল পরীক্ষা স্কুল শুরুর দিন থেকেই নেওয়া যাবে।
৭) স্কুল চলাকালীন পড়ুয়া, শিক্ষক ও শিক্ষাকর্মীদের মাস্ক পরা বাধ্যতামূলক।

তবে এখন পড়ুয়াদের স্কুল আসার ক্ষেত্রে জোরাজুরি করা হবে না। কোনও পড়ুয়া না এলে, উপস্থিতির হারে তার প্রভাব পড়বে না। কলকাতা পুরসভার তরফ থেকে এদিন বিভিন্ন স্কুল জীবাণুমুক্ত করা হয় স্কুলগুলি।সামনে সরস্বতী পুজো ,ঠিক তার আগে স্বভাবতই স্কুল খোলার আনন্দে বিহ্বল পড়ুয়ারা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published.