Firhad Hakim-Sovan Chatterjee-Madan Mitra-Subrata Mukherjee-Image Bengal

জামিন মঞ্জুর হয়েছিল নিম্ন আদালতে। কিন্তু তা ধাক্কা খেলো হাইকোর্টে। নিম্ন আদালতের জামিনের রায়ের উপর স্থগিতাদেশ দিল হাইকোর্ট। যার ফলে জেলে যেতে হচ্ছে রাজ্যের দুই মন্ত্রীসহ চারজনকে। প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হচ্ছে সুব্রত মুখোপাধ্যায় ফিরহাদ হাকিম শোভন চট্টোপাধ্যায় ও মদন মিত্র কে।

[ অবশ্যই পড়ুন – “মুখ্যমন্ত্রীর জন্য প্রাণ দিতে পারি”- শোভনের জামিনের পর বৈশাখী বার্তা ]

সোমবার নিম্ন আদালতের রায়ে ধাক্কা খেয়ে হাইকোর্টে পাল্টা মামলা করে সিবিআই। এদিন আদালতে তারা জানায়, দিনভর যেভাবে নিজাম প্যালেসের সামনে উত্তপ্ত পরিস্থিতি হয়েছে, তদন্তকারীদের হুমকি দেওয়া হয়েছে, আইনশৃঙ্খলার অবনতি হয়েছে তাতে এরাজ্যে তদন্ত চালানো অসম্ভব। অন্য রাজ্যে এই মামলার শুনানির আবেদন করে সিবিআই। হাইকোর্ট নিম্ন আদালতের রায়ের ওপর স্থগিতাদেশ জারি করে। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী বুধবার।

 

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published.