নন্দীগ্রাম বিধানসভার ফল নিয়ে  হাই কোর্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শুনানি শুক্রবার

নন্দীগ্রাম বিধানসভার ফল নিয়ে এ বার হাই কোর্টে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গণনায় কারচুপি-সহ একাধিক অভিযোগ তুলে একটি মামলা দায়ের করলেন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী মমতা। নন্দীগ্রামে ভোট গণনায় কারচুপি করে জয়ী হয়েছেন শুভেন্দু অধিকারী, এই অভিযোগ তুলেছিল তৃণমূল। এবার এই অভিযোগ সামনে রেখে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা দায়ের করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাল হাইকোর্টে শুনানি হবে এই মামলার।হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের সিঙ্গেল বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে। দুই পক্ষের আইনজীবীই উপস্থিত থাকবে শুনানিতে। ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে হবে শুনানি। শুক্রবার বেলা ১১টা নাগাদ কলকাতা হাই কোর্টে বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে বলে হাই কোর্ট সূত্রে জানা গিয়েছে।

একুশের বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ কেন্দ্র ছিল নন্দীগ্রাম। দাদা বনাম দিদির লড়াইয়ের দিকে নজর ছিল গোটা দেশের।রাজ্যজুড়ে BJP-র ভরাডুবি হলেও নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও ভোটের ব্যবধান ছিল অতি সামান্য। এরপরেই তাঁর বিরুদ্ধে ভোটে কারচুপির অভিযোগ তুলেছিলেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেছিলেন, ‘কারচুপি হয়েছে, আমরা কোর্টে যাব।’

নন্দীগ্রামের ফলাফল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ‘আমরা দুশোর বেশি আসনে জিতেছি। একটা আসনে হারা জেতা বড় ব্যাপার নয়। ওরা একবার ঘোষণা করে দিয়েছিল যে আমি জিতে গিয়েছি। এখন বলছে হেরে গিয়েছি। এটা কী করে হয় জানি না। ওখানকার মানুষ যে রায় দিয়েছেন তা মেনে নিচ্ছি। ওখানে ভোটগণনা যাতে রিভিউ করা হয়, সেই দাবি জানাব। দরকার হলে আদালতে যাব।’
শুক্রবার এই মামলা উঠবে আদালতে। এদিকে, নির্বাচনে জয়ী হয়ে বিরোধী দলনেতা হয়েছেন শুভেন্দু অধিকারী। স্বাভাবিকভাবেই বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই মামলা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published.