S S Rajamouli-Image Bengal

করোনা ক্রমশ থাবা বসাচ্ছে দেশের সর্বত্র। বাদ যাচ্ছেন না নেতা, মন্ত্রী থেকে চিত্রতারকারাও। এবার করোনা আক্রান্ত হলেন ‘বাহুবলী’-র পরিচালক এস এস রাজামৌলি। তাঁর পরিবারের কিছু সদস্যও আক্রান্ত হয়েছেন করোনায়। বুধবার টুইট করে এই খবর জানান রাজামৌলি নিজেই। মৃদু উপসর্গ থাকায় চিকিৎসকরা তাঁকে হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেন। চিকিৎসকদের পরামর্শে নিজেকে হোম কোয়ারেন্টিনে রেখেছেন তিনি। কিছুদিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি ও তাঁর পরিবারের সদস্যরা। জ্বর আসার সাথে সাথেই তাঁদের প্রত্যেকের করোনা পরীক্ষা করা হয়। রিপোর্ট আসে পজিটিভ। রাজামৌলি আরও জানান, তাঁরা প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলছেন এবং খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে তিনি প্লাজমা দান করবেন।

 

প্রসঙ্গত, লকডাউনের আগে এস এস রাজামৌলি ব্যস্ত ছিলেন তাঁর আগামী ছবি ‘আর আর আর’-এর শ্যুটিং-এ। দুই স্বাধীনতা সংগ্রামী জীবন নিয়ে তৈরী হচ্ছে এই ছবি। ৪০০ কোটি টাকা বাজেটের ছবি ‘আর আর আর’-এ অভিনয় করছেন অজয় দেবগন, আলিয়া ভাট, জুনিয়র এনটিআর ও রাম চরণ। তামিল, তেলেগু ও হিন্দি, তিনটি ভাষায় তৈরী হচ্ছে এই ছবি। ছবিটির ৭৫ শতাংশ শ্যুটিং শেষ হয়েছে লকডাউনের আগেই। বাকি কাজ করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে হায়দরাবাদে হওয়ার কথা। ছবিটি মুক্তির দিন ঠিক ছিল ২০২১ এর ৮ জানুয়ারী। এখন এই পরিস্থিতিতে কিভাবে কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে সেটাই চিন্তার।

Spread the love

Leave a Reply

Your email address will not be published.