ভোটযুদ্ধে আসন সংখ্যার নিরিখে শূন্য বামেরা। কিন্তু সিপিআইএমের ছাত্র যুব সংগঠন এখনো ময়দানে। করোনার যুদ্ধে। ২৪ ঘন্টা ‘রেড ভলেন্টিয়ার্স’ ছুটছে করোনা রোগীদের সেবায়। করোনার দ্বিতীয় ঢেউয়ে যখন বেসামাল রাজ্য সহ গোটা দেশ। হাসপাতালে পাওয়া যাচ্ছেনা বেড, পাওয়া যাচ্ছে না পর্যাপ্ত অক্সিজেন। ফলে মৃত্যু হচ্ছে বহু করোনা রোগীর। এই পরিস্থিতিতে রাত হোক বা দিন বাড়িতে অক্সিজেন বা ওষুধ নিয়ে পৌছে যাচ্ছে ‘রেড ভলেন্টিয়ার্স’। ফেসবুকে একটা পোষ্ট বা ফোনের মধ্যমে খবর পেলেই পৌঁছে যাচ্ছেন সিপিআইএমের ছাত্র যুব সংগঠনের রেড ভলেন্টিয়ার্সের টিম। কাউকে ভর্তি করতে হবে হাসপাতালে সেখানেও তৈরি রেড ভলেন্টিয়ার্স। এই মুহূর্তে রাজ্যে সক্রিয় প্রায় ৮০ হাজারেরও বেশি রেড ভলেন্টিয়ার্স। মানুষের কাছে তাদের ফোন নম্বর পৌঁছে দেওয়ার জন্য জেলা ভিত্তিক একটি তালিকা তৈরি করা হয়েছে সিপিআইএমের পক্ষ থেকে। তৈরি করা হয়েছে একটি সাইট ( www.redvolunteerswb.com ) ও। সেই সাইটে ক্লিক করলেই পাওয়া যাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বিভিন্ন অঞ্চলের রেড ভলেন্টিয়ার্সদের নাম এবং ফোন নম্বর।

 

জীবনের ঝুঁকি নিয়ে এইভাবে মানুষের পাশে দাঁড়ানোয় সোশ্যাল মিডিয়ায় বহু মানুষ শুভেচ্ছা জানাচ্ছেন তাঁদের। শুধু রাজ্য বা দেশ নয় বিদেশ থেকেও আসছে তাঁদের জন্য শুভেচ্ছা বার্তা। যেসব প্রবাসীদের পরিবার-পরিজন এই রাজ্যে আছেন তাঁদের মধ্যে অনেকেই পড়েছেন করোনার কবলে। তাঁদেরও সহায় ‘রেড ভলেন্টিয়ার্স’। সদ্য হয়ে যাওয়া বিধানসভা নির্বাচনে কার্যত রক্তশূন্য বামেরা। একটি আসনও জোটেনি বামেদের ভাগ্যে। ভোট বিপর্যয়ের এই যন্ত্রণা অভিমান ভুলে সিপিআইএমের ছাত্র যুব সংগঠন এখন আর্ত মানুষের সেবায়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published.