আজ গনেশ চতুর্থী

সারা দেশ জুড়ে আজ সাড়ম্বরে পালিত হচ্ছে গনেশ চতুর্থী। ভাদ্রপদ মাসের চতুর্থী তিথির শুক্লপক্ষে সাধারণত পালিত হয় এই উৎসব। সনাতন ধর্মে ভগবান গণেশের গুরুত্ব অনেক। সব দেব-দেবীর পুজো শুরু হয় গণেশের মন্ত্রোচ্চারণ করে। এই বছর ১০ই সেপ্টেম্বর গনেশ চতুর্থী।
সকাল ১২ টা ১৭ থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এবারের গনেশ চতুর্থী। শিব ও পার্বতী পুত্র গণেশকে, হিন্দুদের সমৃদ্ধি ও সৌভাগ্যের প্রতীক বলে পুজো করা হয়। তার পুজোতে যে কোনো বাধা কেটে যায় এমনটাই বলা হয়ে থাকে। নিষ্টা ভরে এই পুজো করলে পরিবারে শান্তি সুখ উপচে পরে।
মুম্বাই তে সাড়ম্বরে পালিত হয় এই পুজো। মুম্বাইয়ের পাশাপাশি কলকাতা তেও আবার ঘটা করে পালিত হচ্ছে গনেশ পুজো। কলকাতায় বাড়ছে গনেশজির প্রিয় মিষ্টি মোদকের চাহিদা। সকলের একটাই প্রার্থনা গনেশজি যেন সকল বিপদ থেকে মানুষকে রক্ষা করেন

Spread the love

Leave a Reply

Your email address will not be published.