নীরজের কীর্তিতে গর্বিত ভারতবাসী । গোটা দেশকে গর্বিত করেছেন হরিয়ানার ২৩ বছরের তরুণ। তারপরেই বড়সড় ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। জানিয়ে দেওয়া হল, অলিম্পিকে প্রত্যেক ভারতীয় পদকজয়ীকেই সম্মান জানাবে বিসিসিআই আর্থিক পুরস্কারের মাধ্যমে। এর মধ্যে ১ কোটি দেওয়া হবে ইতিহাস গড়া নীরজ চোপড়া।

জ্যাভেলিন-এ ট্র্যাক এন্ড ফিল্ডে ১০০ বছরের শাপমোচন করে নীরজের সোনা জিতেছেন। তারপরেই বোর্ডের সচিব জয় শাহ জানিয়ে দিলেন, অলিম্পিকে রুপো জয়ী রবি দাহিয়া, মীরাবাই চানুদের দেওয়া হবে ৫০ লক্ষ টাকা আর্থিক পুরস্কার।

এথলেটিক্সে দীর্ঘ ১০০ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়েছেন সোনার ছেলে নীরজ চোপড়া। টোকিওর মঞ্চে ইতিহাস গড়ার পরেই হরিয়ানা সরকার ঘোষণা করে দিল যে ক্যাটাগরির সরকারি চাকরির সঙ্গে ৬ কোটি টাকা দেওয়া হবে মহাতারকা জ্যাভেলিন থ্রোয়ারকে।

হরিয়ানা মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার নীরজের কীর্তির পরেই সাংবাদিকদের জানিয়ে দেন, “পাঁচকুল্লায় এথলিটদের জন্য একটি সেন্টার ফর এক্সিলেন্স তৈরি করা হবে। সেখানে নীরজ ইচ্ছাপ্রকাশ করলে হেড হতে পারে। অন্যান্য এথলিটদের মত ওঁকেও ৫০ শতাংশ ছাড়ে জমি দেওয়া হবে।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published.