রিওর পর আরও একবার অলিম্পিকে পদক জয়ের স্বপ্ন দেখাতে শুরু করলেন পিভি সিন্ধু। শুক্রবার মহিলা সিঙ্গলসের শেষ আটে জাপানি প্রতিপক্ষকে হারিয়ে পৌঁছে গেলেন সেমিফাইনালে। পদক জয়ের থেকে আর মাত্র একধাপ দূরে হায়দরাবাদি শাটলার।
এদিন কোয়ার্টার ফাইনালে জাপানের আকানে ইয়ামাগুচিকে শুরু থেকেই চাপে রেখেছিলেন সিন্ধু। জীবনের অন্যতম সেরা ফর্মে যে রয়েছেন, তা সিন্ধুর পারফরম্যান্সেই স্পষ্ট। ২২-২০-তে জিতে যান ম্যাচ। ফলে স্ট্রেট গেমে জিতেই শেষ চারে পৌঁছে গেলেন বর্তমানে বিশ্বের সাত নম্বর তারকা।
বছর পাঁচেক আগে রিও অলিম্পিকে তাঁর হাত ধরেই এসেছিল রুপো। প্রথম ভারতীয় মহিলা হিসেবে রুপো জয়ের ইতিহাস গড়েছিলেন ভারতের সোনার মেয়ে সিন্ধু। এবার টোকিওর মঞ্চেও ভারতীয় নারীদের জয়জয়কার। ইতিমধ্যেই দেশকে রুপো উপহার দিয়েছেন ভারোত্তোলক মীরাবাই চানু। পদক নিশ্চিত করে ফেলেছেন অসমের বক্সার লভলিনা বরগোঁহাইও। এবার পদকের কাছাকাছি পৌঁছে গেলেন সিন্ধুও।

Spread the love

Leave a Reply

Your email address will not be published.