ভারোত্তোলনে রুপো জিতে গোটা দেশর গর্ব সোনার মেয়ে মীরাবাঈ চানু । তাঁর রুপোর পদক সোনার ও হয়ে যেতে পারে ?
৯ কেজি বিভাগে সোনা জিতেছিলেন চিনের হাউ ঝিহুই। তবে ডোপ পরীক্ষার জন্য তাঁকে টোকিও ছাড়তে বারণ করা হয়েছে। ডোপ পরীক্ষায় ঝিহুই ব্যর্থ হলে নিয়ম অনুযায়ী রুপোজয়ী চানুকে সোনার পদক দিয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে ঝিহুইয়ের পদক কেড়ে নেওয়া হবে।

ভারোত্তোলনে স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ২০২ কেজি ওজন তুলে রুপো জিতেছিলেন মীরাবাঈ চানু। মহিলাদের ৪৯ কেজি বিভাগে প্রথমে স্ন্যাচে ৮৭ কেজি ওজন তোলেন ভারতীয় ভারত্তোলক। পরে ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে ১১৫ কেজি ওজন তোলেন তিনি। সব মিলিয়ে ২০২ কেজি ওজন তোলেন মীরাবাঈ চানু।চিনা ভারোত্তোলক ঝিহুইয়ের মোট ২১০ কেজি ওজন তুলেছিলেন৷ তাঁর থেকে আট কেজি কম ওজন তুলে রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছিল মীরাবাঈকে৷ স্ন্যাচ ক্যাটেগরিতে ৮৭ কেজি এবং ক্লিন ও জার্ক ক্যাটেগরিতে মোট ১১৫ কেজি ওজন তুলে এবারের অলিম্পিক্সে ভারতকে প্রথম রুপোর পদক এনে দেন চানু৷ অলিম্পিক্সে ভারোত্তোলনে এই প্রথম রুপো জিতল ভারত৷ একুশ বছর বাদে ভারোত্তোলনে দেশকে পদক এনে নতুন ইতিহাস তৈরি করেছিলেন মীরাবাঈ৷ চানুকে যদি শেষ পর্যন্ত সত্যিই স্বর্ণ পদক দেওয়া হয়, তাহলে ভারতের ইতিহাসে হবে সোনার ইতিহাসের নতুন সংযোজন।আজ সন্ধ্যাতেই দেশে ফিরে আসছেন মিরা। তাঁকে স্বাগত জানাতে প্রস্তুত গোটা দেশ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published.