Yash-Image Bengal

আশঙ্কা ক্রমশ সত্যের পথে এগোচ্ছে। বাংলার অভিমুখে ধেয়ে আসতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘যশ’। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে বঙ্গোপসাগরে জন্ম নিচ্ছে ঘূর্ণিঝড়।  আগামী ২২ মে নাগাদ উত্তর আন্দামান সাগর ও পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ অক্ষরেখা তৈরি হবে। যা পরবর্তীতে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঝড়ের অভিমূখ হতে পারে বাংলার দিকে। হাওয়া অফিস সূত্রে আরও জানা গেছে যতক্ষণ নিম্নচাপ অক্ষরেখা কি ঘূর্ণিঝড়ের রূপ না নিচ্ছে ততক্ষণ সেটিকে সাইক্লোন হিসেবে ধরা হবে না। 

[ অবশ্যই পড়ুন – নারদকাণ্ডে আগামীকাল চূড়ান্ত সিদ্ধান্ত হাইকোর্টে ]

সাগরে ঘনীভূত নিম্নচাপ অক্ষরেখা ধীরে ধীরে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এরপর ঘূর্ণিঝড় উত্তর পশ্চিম দিকে এগোবে।আগামী ২৬ মে সন্ধ্যায় পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে পৌঁছবে সাইক্লোন। আগামী ২৫ মে সন্ধে থেকেই হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হবে। পরবর্তী সময়ে বৃষ্টির পরিমাণ বাড়বে। আবহাওয়া দফতর সূত্রে খবর, সাইক্লোন একদিনে তৈরি হয় না। প্রথমে নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়। এরপর নিম্নচাপ তৈরি হয়। এরপর গভীর নিম্নচাপ তৈরি হয়। পরে অতি গভীর নিম্নচাপ তৈরি হয়। এরপর সাইক্লোনিং স্টর্ম তৈরি হয়। তারপর সিভিয়ার সাইক্লোন তৈরি হয়। এরপর ধাপে ধাপে ভেরি সিভিয়ার সাইক্লোন, এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোন, সুপার সাইক্লোন তৈরি হয়। সুপার সাইক্লোন সর্বোচ্চ। ঝড়ের ঘূর্ণনের গতিবেগের উপর ভিত্তি করে এটা ধার্য করা হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published.