হরনাজের সাফল্যে গর্বিত গোটা দেশ।ইজরায়েলের এইলাতে ৭৯ দেশের সুন্দরীকে পিছনে ফেলে তাক লাগিয়েছেন চণ্ডীগড়ের মেয়ে হারনাজ। এর আগে ১৯৯৪ ও ২০০০ সালে মিস ইউনিভার্স খেতাব জিতেছিলেন সুস্মিতা সেন ও লরা দত্ত। তারপর ব্রহ্মাণ্ড সুন্দরী প্রতিযোগিতায় ২১ বছরের অপেক্ষার পর এল সেরা সন্মান ।
দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে প্যারাগুয়ের নাদিয়া ফেরিয়া এবং মিস সাউথ আফ্রিকা লালেলা মেসওয়ান।

সোনালি স্লিভলেস গাউনে প্রতিযোগিতার মঞ্চে সৌন্দর্য ও বুদ্ধিমত্তার ঝলকে সবাইকে তাকে লাগিয়ে দিলেন হারনাজ । দীর্ঘদিন ধরেই গ্ল্যামার দুনিয়ার সঙ্গে যুক্ত ২১ বছরের হারনাজ সান্ধু। গতবার জিতেছিলেন মিস ইন্ডিয়া ইউনিভার্স খেতাব। একাধিক সৌন্দর্য প্রতিযোগিতার সেরার মুকুটও তাঁর দখলে। এছাড়াও পাঞ্জাবি রূপোলি পর্দাতেও দেখা গিয়েছে তাঁকে।

অভিনেত্রী ও ২০০০ সালের ‘মিস ওয়ার্ল্ড’ প্রিয়ঙ্কা চোপড়াও অভিনন্দন জানিয়ে পোস্ট করেন অভিনেত্রী। তিনি লেখেন, ‘অভিনন্দন হরনাজ সান্ধু। ২১ বছর পরে ঘরে মুকুট ফেরানোর জন্য অনেক শুভেচ্ছা।’
তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন ২০০০ সালের ‘মিস ইউনিভার্স’ লারা দত্ত।

Spread the love

Leave a Reply

Your email address will not be published.