নতুন রূপে সেজে উঠেছে কাশী বিশ্বনাথ মন্দির। কিছুক্ষন আগে কাশী বিশ্বনাথ করিডরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।। বহুপ্রতীক্ষিত এই করিডর এবার খুলে দেওয়া হবে পর্যটকদের জন্য। প্রকল্পের ফেজ ওয়ানের উদ্বোধন হল আজ। ললিতা ঘাট থেকে এবার সরসরি ঢুকে পড়া যাবে মন্দিরে। । মন্দির সংলগ্ন ২৩টি ভবনেরও উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী । প্রকল্পের ফেজ ওয়ানের এই কাজে ৩৩৯ কোটি খরচ হয়েছে । দুদিনের সফরে বারাণসীতে প্রধানমন্ত্রী। আজ তাঁকে বারাণসীতে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বছর ঘুরলেই উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। ঠিক তার আগে কাশী বিশ্বনাথ মন্দিরকে ঘিরে তৈরি এই প্রকল্প ঘিরে চর্চা তুঙ্গে।। আজ কাশীতে পৌঁছে কলস মাথায় গঙ্গায় ডুব দেন প্রধানমন্ত্রী। পুণ্যস্নান সেরে বিশ্বনাথ মন্দিরে পুজো দিয়েছেন মোদী। ষোড়শ উপাচারে এদিন পুজো দেন মোদী। মন্দির চত্বর প্রদক্ষিণ করে পুজো প্রধানমন্ত্রীর। সন্ধেয় দেখবেন গঙ্গারতি।
কাশী দুনিয়ার পবিত্রতম শহর হিসেবে পরিচিত। শিবের ১২ জ্যোর্তিলিঙ্গের মধ্যে এটি অন্যতম। এখানে ২৩টি ছোট-বড় ভবন ও ২৭টি মন্দির রয়েছে। ৫০ হাজার বর্গফুটের বিশাল জায়গায় আর অলিগলি ঘুরে মহাদেবের দর্শন করতে হবে না ভক্তদের। তাছাড়া করিডরে গড়ে তোলা হয়েছে তিনটি যাত্রী সুবিধা কেন্দ্র, চারটি শপিং কমপ্লেক্স, হল, যাদুঘর, গ্যালারি।
পুনর্নির্মাণের ২৮৬ বছর পরে মন্দিরের বিস্তার পৌঁছল গঙ্গাঘাট পর্যন্ত। মাত্র ৩২ মাসে সেজে উঠেছে এই নতুন করিডর।

Spread the love

Leave a Reply

Your email address will not be published.