ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন লতা মঙ্গেশকর। তাঁকে বাইরে থেকে অক্সিজেন দেবার প্রয়োজন হচ্ছে না। এমনটাই খবর মুম্বাইয়ের ব্রীজ ক্যান্ডি হাসপাতাল সূত্রে।করোনা আক্রান্ত হওয়ার পর মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের আইসিইউ-তে রাখা হয়েছে তাঁকে। সেখানে আপাতত তাঁর যাবতীয় চিকিৎসা চলছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, আগামী ১০-১২ দিন আইসিইউতে থাকবেন ৯২-এর গায়িকা।

কোভিড এবং নিউমোনিয়ার চিকিৎসা চলছে তাঁর। তবে এখনও পর্যন্ত অক্সিজেন দিতে হয়নি গায়িকাকে। আপাতত তিনি স্থিতিশীল।
২০১৯ সালের নভেম্বর মাসেও নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন লতা। তখনও ব্রিচ ক্যান্ডি হাসপাতালেই ভর্তি করা হয় তাঁকে। চিকিৎসার পর ২৮ দিনের মাথায় বাড়ি ফিরেছিলেন তিনি।তার সুস্থতার খবরে আপাতত স্বস্তি তার ভক্ত মহলে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published.