পদ্মশ্রী’ সম্মান প্রত্যাখ্যান করলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। অভিমান করেই তার এই সিদ্ধান্ত। বাংলা সংগীত জগতের তিনি এক কিংবদন্তি। উস্তাদ বড়ে গোলাম আলী খানের ছাত্রী হলেন সন্ধ্যা মুখোপাধ্যায়।

তিনি ২০১১ সালে পশ্চিমবঙ্গের বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত হন এবং ১৯৭০ সালে জয় জয়ন্তী এবং নিশি পদ্ম চলচ্চিত্রে তার গানের জন্য সেরা নেপথ্য গায়িকার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
শিল্পী জানিয়েছেন
আমার বয়স নব্বই বয়স। এতদিন বাদে আমাকে এই সম্মান দেওয়া মানে অপমান করা। আগামীকাল পদ্মশ্রী সম্মানের ঘোষণা।ঠিক তার একদিন আগে তাঁকে এই সম্মানের কথা জানানো তাকে অসম্মান করার সামিল বলেছেন অভিনেত্রী। তার একদিন আগে শিল্পীকে ফোন করে জানানো হয়েছে। এটা খুবই অপমানজনক বলে মনে হয়েছে তাঁর।

Spread the love

Leave a Reply

Your email address will not be published.