প্রয়াত হলেন প্রবীণ কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর । দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। আজ সকালে আচমকা তাঁর শারীরিক পরিস্থিতির আরও বেশি অবনতি হয়। প্রবলভাবে ওঠানামা করতে থাকে তাঁর রক্তচাপ। চিকিৎসায় সাড়া দেওয়া কার্যত বন্ধ করে দেন নারায়ণ দেবনাথ। একটানা ২৫ দিন লড়াইয়ের পর অবশেষে আজ সকাল ১০.১৫ নাগাদ বেলভিউ হাসপাতালে জীবনাবসান নারায়ণ দেবনাথের।

১৩ জানুয়ারি প্রবীণ শিল্পীর সঙ্গে হাসপাতালে দেখা করেন মন্ত্রী অরূপ রায়। সেখানেই তাঁর হাতে তুলে দেওয়া হয় পদ্মশ্রী সম্মান।হাসপাতালের বিছানায় শয্যাশায়ী অবস্থাতেই তিনি তা গ্রহণ করেন। ‘নন্টে-ফন্টে’, ‘হাঁদা-ভোঁদা’, ‘বাঁটুল দি গ্রেট’-এর স্রস্টা নারায়ণ দেবনাথ। তাঁর মৃত্যু বাংলা কমিকসের দুনিয়ায় এ এক নক্ষত্রপতন। বয়সজনিত একাধিক সমস্যা ছিল নারায়ণ দেবনাথের।
শিল্পীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। টুইটে তিনি লিখেছেন, ‘অত্যন্ত দুঃখের বিষয় যে প্রখ্যাত সাহিত্যিক, চিত্রকর, কার্টুনিস্ট এবং শিশু জগতের জন্য কিছু অমর চরিত্রের স্রষ্টা নারায়ণ দেবনাথ আর নেই। তিনি বাঁটুল দ্য গ্রেট, হাদাঁ-ভোদাঁ, নন্টে-ফন্টে, এমন চিত্রগুলি তৈরি করেছিলেন যা কয়েক দশক ধরে আমাদের হৃদয়ে রয়েছে।আমরা তাঁকে ২০১৩ সালে বাংলার সর্বোচ্চ পুরস্কার বঙ্গ বিভূষণ প্রদান করতে পেরে গর্বিত। তাঁর মৃত্যু অবশ্যই সাহিত্য সৃজনশীলতা এবং কমিকসের জগতের জন্য একটি অপূরণীয় ক্ষতি। তাঁর পরিবার, বন্ধুবান্ধব, পাঠক এবং অগণিত ভক্ত ও অনুগামীদের প্রতি আমার গভীর সমবেদনা।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published.