Amala Shankar-Image Bengal

বিশিষ্ট নৃত্যশিল্পী অমলাশঙ্কর শুক্রবার ভোরে প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ১০১ বছর। বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। শুক্রবার সকালে সোশ্যাল মিডিয়ায় অমলা শঙ্করের মৃত্যু-সংবাদ প্রকাশ করেন নাতনী শ্রীনন্দা শঙ্কর।

 

১৯১৯ সালের ২৭ জুন বাংলাদেশের যশোরে জন্মগ্রহন করেন অমলাশঙ্কর। বাবা অক্ষয় কুমার কুমার নন্দী ছোটবেলা থেকেই বিভিন্ন সাংস্কৃতিক বিষয়ে উৎসাহ দিতেন তাঁকে। মাত্র ১১ বছর বয়েসে প্যারিসের ইন্টারন্যাশনাল কলোনিয়াল এগজিবিশনে অংশগ্রহণ করেন তিনি। সেখানে আলাপ হয় উদয়শঙ্করের সাথে। তারপর থেকেই শুরু হয় উদয়শঙ্করের কাছে তাঁর নৃত্য শিক্ষা। ১৯৪২ সালে তাঁর বিয়ে হয় উদয় শঙ্করের সাথে। ধীরে ধীরে নৃত্যজগতে উদয়-অমলা জুটি বিখ্যাত হয়ে ওঠে।

 

নাচের পাশাপাশি ছবিতে অভিনয় করেন তিনি। উদয়শঙ্কর পরিচালিত ‘কল্পনা’ ছবিতে তাঁর অভিনয় দেশ বিদেশে প্রশংসা পায়। নাচ, অভিনয়ের পাশাপাশি ছবি আঁকাতে পারদর্শী ছিলেন তিনি। উদয়-অমলার দুই সন্তান, প্রয়াত সুরকার আনন্দ এবং মমতাশঙ্কর। মেয়ে এবং ছেলের স্ত্রী তনুশ্রীশঙ্করের সঙ্গে মিলে জীবনের শেষ দিন পর্যন্ত শঙ্কর ঘরানাকে বাঁচিয়ে রেখেছিলেন অমলাশঙ্কর।

Spread the love

Leave a Reply

Your email address will not be published.