Dipankar Dey-Image Bengal

জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরেই। সেই জল্পনার অবসান ঘটিয়েই শুক্রবার তৃণমূলে যোগ দিলেন টেলিভিশন ইন্ডাস্ট্রির দুই অভিনেতা ভরত কল এবং দীপঙ্কর দে। রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু এবং যুব তৃণমূলের সহ-সভাপতি তথা অভিনেতা সোহম চক্রবর্তীর উপস্থিতিতেই ভরত ও দীপঙ্কর হাতে তুলে নেন ঘাসফুলের সবুজ পতাকা।

১২ ফেব্রুয়ারী থেকে খুলতে পারে রাজ্যের স্কুল, জানালেন পার্থ চট্টোপাধ্যায়

দলে যোগ দিয়েই দীপঙ্কর দে আশাবাদী, “একুশের নির্বাচনে জিতছে তৃণমূল। বাংলায় মমতা সরকারই থাকছে।” ধারাবাহিক, সিনেমার দৌলতে ভরত কল, দীপঙ্কর দে বেজায় পরিচিত মুখ। আর সেই প্রেক্ষিতেই একুশের বিধানসভা নির্বাচনে তারকাদের মুখ যে কিছুটা হলেও তৃণমূলের নম্বর বাড়াবে, তা বোধহয় আর আলাদা করে বলার প্রয়োজন পড়ে না। বহু নেতামন্ত্রীদের দলবদলের হিরিকের মাঝেই এটা তৃণমূলের তরফে যে নতুন চমক, তা বলাই বাহুল্য। দীপঙ্কর ও ভরত কলের সাফ কথা, “মুখ্যমন্ত্রীর জনসেবাই তাঁদের অনুপ্রেরণা। রাজনীতিতে এসেছেন মানুষের জন্য কাজ করতে।”

সুরে সুর মিলিয়ে সাত পাকে বাঁধা পড়ল ইমন-নীলাঞ্জন, দেখুন ভিডিও

প্রসঙ্গত রাজ্য-রাজনীতি একদিকে সরগরম। গ্ল্যামার ইন্ডাস্ট্রির সঙ্গে রাজনীতি মিলে মিশে একাকার। কারও গেরুয়া শিবিরে নাম লেখানোর জল্পনা হাওয়ায় ভাসছে, কেউ বা আবার রাজ্যের শাসক দলের হয়ে সুর চড়াচ্ছেন। সব মিলিয়ে একুশের বিধানসভা নির্বাচন এখন মধ্যমণি। এর মাঝেই রাজ্যের শাসক দলে নাম লেখালেন অভিনেতা ভরত কল, দীপঙ্কর দে, অভিনেত্রী লাভলি মৈত্র।

Spread the love

Leave a Reply

Your email address will not be published.