Paresh Rawal-Image Bengal

ন্যাশনাল স্কুল অফ ড্রামার প্রধান পদে নিযুক্ত হলেন বলিউডের বর্ষিয়ান অভিনেতা পরেশ রাওয়াল। কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রকের তরফে এদিন টুইট করে এই খবর ঘোষণা করা হয়েছে। মন্ত্রী প্রহ্লাদ সিং পটেল পরেশ রাওয়ালকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন।

 

১৯৫৯ সালে সংগীত নাটক অ্যাকাডেমির তরফে এই অভিনয় শেখার স্কুল গড় তোলা হয়েছিল। ন্যাশনাল স্কুল অফ ড্রামার সুনাম রয়েছে গোটা বিশ্বে। ১৯৭৫ সালে এটি স্বাধীন ভাবে কাজ করতে শুরু করে। অভিনয়ের শিক্ষা দেওয়াই এই স্কুলের প্রধান উদ্দেশ্য। পড়ুয়াদের দীর্ঘ ট্রেনিংয়ের মাধ্যমে এই বিশেষ ক্ষেত্রে তৈরি করা হয়। নিজেদের নাটক তৈরির মাধ্যমে ধীরে ধীরে অভিনয়ের অর্থ খুঁজে পান শিক্ষার্থীরা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published.