২২ তম জাতীয় প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপে  অংশগ্রহণ  করতে গৌহাটি গেল বাংলার দল

মনের জোর আর ইচ্ছা শক্তি থাকলে সকল প্রতিবন্ধকতাকে জয় করা সম্ভব।সেটা আরো একবার প্রমান হয়ে গেল।
ন্যাশনাল প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে অংশগ্রহন করতে বেঙ্গল প্যারা সুইমিং টিম আজ আসামের গোহাটি রওনা হয়ে গেল। বাইশ তম জাতীয় প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপ এবারে 2022 ডঃ জাকির হুসেন অ্যাকুয়াটিক কমপ্লেক্স, গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে 11 থেকে 13 নভেম্বর, । চ্যাম্পিয়নশিপটি আসামের প্যারা স্পোর্টস অ্যাসোসিয়েশনের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হবে। বেঙ্গল প্যারালিম্পিক অ্যাসোসিয়েশনের তরফ থেকে গুয়াহাটিতে এই জাতীয় চ্যাম্পিয়নশিপের জন্য 20 জন ছেলে ও মেয়ে এবং 5 জন কর্মকর্তার সমন্বয়ে একটি প্যারা সুইমিং দল পাঠানো হচ্ছে। হাওড়া স্টেশন থেকে বিকাল 3টায় সারাইঘাট এক্সপ্রেসে বেঙ্গল প্যারা সুইমিং টীম রওনা দিলো।
ভারতের 26টি রাজ্যের প্যারা সাঁতারুরা এই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করছে।
গত সেপ্টেম্বরে এসএআই, কলকাতায় অনুষ্ঠিত রাজ্য চ্যাম্পিয়নশিপে ভাল পারফরম্যান্স করেছিল বাংলার জেলাগুলি। স্বভাবতই তাদের আগের পারফরম্যান্স ন্যাশনাল এ ভালো ফল করার প্রত্যাশা আরো অনেক বাড়িয়ে দিয়েছে। পুরো টীম প্যারাঅলিম্পিক এসোসিয়েশনের সেক্রেটারি ভাস্কর মুখার্জীর তত্ত্বাবধানে রওনা হলো। ন্যাশনাল টুর্নামেন্টে উপস্থিত থাকবেন বেঙ্গল প্যারাঅলিম্পিক এসোসিয়েশনের প্রেসিডেন্ট চন্দন রায় চৌধুরী।

Spread the love

Leave a Reply

Your email address will not be published.