ছেলেকে কোলে নিয়ে কলকাতার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন অভিষেকপত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায় । বৃহস্পতিবার সকালে ১১টা নাগাদ ইডির দপ্তরে ঢোকেন তিনি। কোলে ছিল তাঁর ছেলে আয়াংশ। কয়লাপাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে রুজিরা বন্দোপাধ্যায়কে।

সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, দিল্লিতে নয়, কলকাতায় জেরা করতে হবে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রীকে। সেই নির্দেশ মেনে বুধবারই চিঠি পাঠিয়েছিল ইডি। নিরাপত্তা নিয়ে কলকাতা পুলিশকেও পাঠিয়েছিল চিঠি। এদিন সকাল থেকেই সিজিও কমপ্লেক্স চত্বরে নিরাপত্তা ছিল আঁটসাঁট। পরিচয়পত্র ছাড়া কোনও কেন্দ্রীয় সরকারি কর্মচারীকে সিজিও কমপ্লেক্সের অন্যান্য অফিসেও ঢুকতে দেওয়া হয়নি। সূত্রের খবর, রুজিরাকে জেরা করতে দিল্লি থেকে বিশেষ তদন্তকারী অফিসাররা কলকাতায় এসেছেন এদিন সকালে।
বেলা ১১টা ৮ মিনিট নাগাদ নিজের গাড়িতে সিজিও কমপ্লেক্সে পৌঁছান অভিষেকপত্নী।উল্লেখ্য, কয়লাপাচার মামলায় এই প্রথমবার ইডির দপ্তরে হাজিরা দিলেন রুজিরা। এর আগে তাঁকে একাধিকবার দিল্লিতে তলব করা হয়েছিল। সেই সময় বন্দ্যোপাধ্যায় দম্পতি জানিয়েছিলেন, তাঁদের দুই সন্তানই ছোট। তাদের বাড়িতে রেখে রুজিরার পক্ষে দিল্লিতে হাজিরা দেওয়া সম্ভব নয়। তাই কলকাতায় জেরার আরজি জানিয়েছিলেন অভিষেক এবং তাঁর স্ত্রী।
অন্যদিকে, বিধাননগর কমিশনারেটের তরফে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে সিজিও কমপ্লেক্স। সমস্ত গেট বন্ধ করে দেওয়া হয়েছে। পরিচয়পত্র দেখিয়ে ভিতরে ঢুকতে হচ্ছে সরকারি কর্মীদের।

কিছুদিন আগে কয়লা পাচারকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট, খবর সূত্রের। ইডি সূত্রে খবর, জামিনযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় অভিষেক-পত্নীর নামে। ২০ অগাস্টের মধ্যে আদালতে হাজিরার নির্দেশও দেওয়া হয় রুজিরা বন্দ্যোপাধ্যায়কে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published.