আজ জগন্নাথ দেবের স্নানযাত্রা

করোনা আবহে ২ বছর বন্ধ থাকার পর, এবার বিধিনিষেধ না থাকায় স্নানযাত্রার দিনেই পুরীতে পুণ্যার্থীদের ভিড়। সেজে উঠেছে পুরীর মন্দির। সকালে গর্ভগৃহ থেকে শোভাযাত্রা সহকারে স্নান মণ্ডপে আনা হয় জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে। সেখানে ১০৮ ঘড়া জলে স্নান করানো হলো বিগ্রহকে। এরপর ১৫ দিনের বিশ্রাম পর্ব। রথযাত্রার দিন ফের দর্শন মিলবে জগন্নাথদেবের।
এই বছর জগন্নাথদেবের স্নানযাত্রা পড়েছে ১৪ জুন অর্থাৎ ৩০ জ্যৈষ্ঠ, মঙ্গলবার। এই বিশেষ দিন অপরাহ্ণ ঘ ৫। ৩৭ মিনিটের মধ্যে জগন্নাথের স্নানযাত্রা করতে হবে। বিশ্বাস অনুযায়ী, এই বিশেষ তিথিতে কয়েকটি নিয়ম মেনে চলেন সারাবছর ভাগ্য ভাল থাকে।
পুরী, মাহেশ, ইস্কনের মন্দিরে জগন্নাথদেবের স্নানযাত্রার বিশেষ তিথিতে ধুমধাম করে উৎসব পালিত হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published.